
ষ্টাফ রিপোর্টার
রাজবাড়ীর ডিবি পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে একশ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে এবং মাদক সেবনের সরঞ্জামসহ এক মাদকসেবীকে গ্রেফতার করেছে। তারা হলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হযরত আলী মোল্লা ও রাজবাড়ী সদর উপজেলার বড়লক্ষীপুর গ্রামের আরিফ মোল্লা।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মিলন চন্দ্র বর্মন এর নেতৃত্বে একটি টিম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের একটি বোডিংয়ের সামনে থেকে হযরত আলী মোল্যা (৩০) পিতা সাত্তার মোল্যা সাহাজুদ্দিন বেপারী পাড়া থানা গোয়ালন্দঘাট জেলা রাজবাড়ীকে একশ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এবিষয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে হযরত আলী মোল্যার ৩ টি মামলা রয়েছে।
অপরদিকে শনিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার উত্তর ভবানীপুর ড্রাই আইস ফ্যাক্টরি সংলগ্ন রেল লাইনের পাশ থেকে আরিফ মোল্লা (২৮) পিতা ফজলু মোল্লা সাং বড় লক্ষীপুর থানা রাজবাড়ী সদর জেলা রাজবাড়ীকে মাদক সেবনের সরঞ্জামাদীসহ গ্রেফতার করা হয়।