
নিজেস্ব প্রতিবেদক
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুরে নির্মানাধীন ব্রীজ থেকে চলন্ত নসিমন পড়ে চালক সহ তিনজন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঝাউগ্রাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন পাংশা উপজেলার হাবাসপুর চরপাড়া এলাকার হাসেন সর্দারের ছেলে মো: সেলিম, কালুখালীর কালিকাপুর ইউপির ঝাউগ্রাম এলাকার আব্দুল ছাত্তার মন্ডল (৫৫) এবং একই এলাকার আনছার জোয়ার্দার (৬৬)। আহতদের মধ্যে নসিমন চালকের অবস্থা বেশি গুরুতর বলে জানা গেছে। তারা পাংশা, ফরিদপুর ও ঢাকাতে চিকিসা নিচ্ছেন।
স্থানীদের সূত্রে জানা যায়, শনিবার রাতে নসিমন চালিয়ে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিলেন সেলিম। ঘটনাস্থলে পৌছালে নির্মানাধীন ব্রীজটির রাস্তার সামনে কোন ব্যারিকেড না থাকায় সোজা গিয়ে ব্রীজের নিচে উলটে পড়েন।
রবিবার সকালে কালুখালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয় ইউপি সদস্য ও জনতার সহায়তায় কয়েকটি বাঁশ দিয়ে ব্রীজটির রাস্তার সামনে ব্যারিকেড দিয়েছেন। এ দুর্ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। তারা আরও বলেন, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেমবর মাসে ব্রীজটির নির্মান কাজ শেষ হবার কথা থাকলেও প্রায় অর্ধেক কাজ এখনো বাঁকি রয়েছে। নির্ধারিত সময়ে কাজ সমাপ্ত না হওয়া এবং ব্যারিকেট না থাকার বিষয়ে জানতে চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।