
কবি – মোঃ মাসুদ পারভেজ রাজু
আকাশ যে আজ ডাকছে মোরে,
আমি যাব না আজ ঘরে,
দুরন্ত বাতাস,উড়ন্ত পাখি
হাতছানি দেয় মোরে।
আমি আজ ছুটবো বহুদূরে,
পদ্মাতে আজ অশান্ত ঢেউ করিতেছে পারাপার,
আমি ছুটবো আজ দুর্বার।
আকাশ ছুঁয়েছে মাটি যেখানে
সন্ধান করিতে সেখানে,
অস্ত্র পারে নামবে সন্ধ্যা,
সারা নাহি দিবে আজ তৃপ্তিতে!
কেহ যদি না জাগে আজ
জাগবো একা এ ধরণীতে।
জাগিছে আজ আমার মাঝে
মুক্তির চেতনা।
সময় যাবে যাক না;
আমি হবো আজ সেচ্ছাচারিতা, সঙ্গে লয়ে ছুটবো আজ মুক্তির বারতা।