
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আছে বাকি আর মাত্র কয়েক দিন। যতই ভোটের দিন এগিয়ে আসছে বাড়ছে শীত। এমন শীতের মধ্যেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী’র বিজয়ী করতে নৌকা প্রতিকে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রচার প্রচারনার শুরুর দিন থেকে, দিন রাত এক করে নেতাকর্মীদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে আহবান জানাচ্ছেন। রাজবাড়ী-১ আসনের রাজবাড়ী সদর-গোয়ালন্দ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গ্রামে করছেন পথসভা চাইছেন নৌকা মার্কায় ভোট।
শুধু তাই নয় নেতা কর্মীরা শহর থেকে শুরু করে গ্রামের প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে নৌকার প্রার্থী কাজী কেরামত আলীর পক্ষে ভোট প্রার্থনা করছেন।
তাছাড়ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী সেচ্ছাসেবক লীগ সহ যুব মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী জেলা আওয়ামী লীগের নির্দেশে কাক ডাকা ভোর থেকে শুরু রাত পর্যন্ত ভোটাদের বাড়ি বাড়ি যাচ্ছেন নেতাকর্মীরা ভোট প্রার্থনা করছেন নৌকার পক্ষে।