
বালিয়াকান্দি প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে সাফায়েত মিয়া (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জামালপুর ইউনিয়নের সাবনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাফায়েত সাবনিপাড়া গ্রামের মো. লিটন মিয়ার ছেলে।
শিশুর চাচা শামিম মিয়া মোড়ল জানান, সন্ধ্যা ৬টার দিকে শিশুটির মা বাড়ির পাশে গরুর ঘাস ও খড় কাটাছিলেন। এ সময় সাফায়েত তার সাথে ছিল। হঠাৎ দেখতে পায় সাফায়েত তার কাছে নাই। পারে বাড়িতে খোঁজাখুজি শুরু করে সাফায়েতের মা। পরে মায়ের সাথে পরিবারের অন্য সদস্যরা গরুর ঘরের পাশে ডোবায় খোঁজাখুজি করলে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. তরিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।