
স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে বাংলাদেশ আ.লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো.জিল্লুল হাকিম, তিনি এই আসনে ৪ বারের সফল সংসদ সদস্য।
গত (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য, মো.ইউসুফ হোসেন মোল্লা তিনি তার নিজের এলাকাসহ কালুখালী উপজেলার বিভিন্ন স্থানে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করে যাচ্ছেন।
এ সময় তিনি মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন বর্তমান সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.জিল্লুল হাকিম তথা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা, উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। এই এলাকায় রাস্তা, মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, হাসপাতালে চিকিৎসা সেবাসহ সবকিছুরই উন্নয়ন করেছে এই সরকার।