
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্লাইম্যাটস ডেমো বায়োগ্যাস প্লান্ট এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু কায়সার খান, জেলা প্রশাসক, রাজবাড়ী
আরও উপস্থিত ছিলেন –
উপজেলা নির্বাহী অফিসার জনাব শোভন রাংসা মহোদয়, রাজবাড়ী সদর উপজেলা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জনাব
রাকিবুল হাসান পিয়াল।
বসন্তপুর ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান
জনাব জাকির হোসেন সরদার,
আরও উপস্থিত ছিলেন খামারি ফরহাদ হোসেন সহ এলাকার গর্ন্য মান্য ব্যক্তিবর্গ
প্রধান অতিথি জনাব আবু কায়সার খান বলেন এমন প্রত্যন্ত গ্রামাঞ্চল বসন্তপুর ইউনিয়নে গাবলা গ্রামে সুন্দর একটি খামার করেছেন ফরহাদ হোসেন আমি মুগ্ধ হয়েছি এখানে এসে, গারল পালনের পাশাপাশি, এখানে বিভিন্ন প্রজাতির উন্যত জাতের মুরগী ও ডিমের উৎপাদন করেছেন, এখান থেকে প্রতিনিয়ত আসেপাশের এলাকায় দুগ্ধ ও মাংসের চাহিদা মেটাচ্ছেন।
এটা সুন্দর একটা উদ্যোগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ডা, প্রকাশ রঞ্জন বিশ্বাস,
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাজবাড়ী
সহযোগিতায়ঃ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিপি )
আয়োজনে – উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, রাজবাড়ী সদর রাজবাড়ী।