
বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা মানবতা সংস্থা থেকে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
শেখ রনজু আহাম্মেদ( রাজবাড়ী)
শীতার্ত অসহায় মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা মানবতা সংস্থা। মহান বিজয় দিবস উপলক্ষে দেড়’শত জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন এই মানবতা সংস্থার পরিচালক মোঃ মুরাদ মোল্লা।
গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মিজানপুর ইউনিউনের গঙ্গাপ্রসাদপুর কলিবরের বাজারে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা মানবতা সংস্থার অফিসে এই কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণের সময় সংস্থার পরিচালক মোঃ মুরাদ মোল্লা, আনিসুর রহমান মৃধা, মনিরুল ইসলাম মইন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় মো: ইসলাম বিশ্বাস, শেখ ফরিদ, এস.কে তানজিম , মো: রাজু আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ্য উপস্থিত ছিলেন।