
রাজবাড়ীতে হালী পেঁয়াজের চারা রোপনে কৃষকের চোখে স্বপ্ন বেঁধেছে।
রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
রাজবাড়ীতে এই শীতের ঋতুতে শুরু হয়েছে ফসলি জমিতে হালী পেঁয়াজের চারা রোপনের আবাদ।
কৃষক সকল ফসলের মধ্যে পেঁয়াজ চাষ করে অর্থনৈতিক চাহিদা মিটিয়ে থাকেন তারা যেকারণে প্রতিদিন খুব সকালে পেঁয়াজের চারা রোপনের জন্য মাঠে নেমে পড়েন চাষীরা। সন্ধ্যা পর্যন্ত তারা মাঠেই কাজ করেন।
আবার অনেকেই রাতে হালি পেঁয়াজের চারা উত্তোলন করে থাকে। বর্তমানে জমিতেই দল বেধে পেয়াঁজ উৎপাদনের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষীরা।
সরেজমিনে ঘুরে দেখা যায় রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় , ঠান্ড ও কুয়াশা উপেক্ষা করে খুব সকালে একেকটা জমিতে দুজন করে শ্রমিক ছোট হাত নাঙ্গল দিয়ে জমির গুড়া মাটির ফাঁক করে দিচ্ছেন আর ১০-২০ জনের একদল শ্রমিক সারিবদ্ধভাবে বসে সেখানে পেঁয়াজের চারা রোপন করছেন।
অন্যদিকে আরো একদল শ্রমিক পেঁয়াজের চারা (হালী) উত্তোলন করে এনে জমিতে কর্মরত শ্রমিকের হাতে ধরিয়ে দিচ্ছেন। এরপর জমিতে চারা রোপনের কাজ শেষ হবার সঙ্গে সঙ্গেই সার-ওষুধ ছিটিয়ে দেওয়ার পর শ্যালোমেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছে। এভাবেই চলছে পুরো এলাকায় পেঁয়াজ আবাদের কাজ।