
কোলা বাজার ব্যবসায়ী ও হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ।
কৃষ্ণ কুমার সরকার
প্রতি বছরের ন্যায় বিশ্বের সকল মানব জাতির কল্যানে, বিশাল আয়োজনে ৬ ষ্ঠতম তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলো কোলা বাজার হিলফুল ফুজুল যুব সংঘ ব্যবসায়ীদের উদ্যোগে।
১৫ নভেম্বর ২০২৩ ইং রোজ বুধবার কোলা বাজার, বসন্তপুর ইউনিয়ন, রাজবাড়ী সদর।
আসপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা আসেন, বাদ আছর হতে মাহফিল চলে গভীর রাত পর্যন্ত।
প্রধান বক্তা—
বিশিষ্ট আলেমে দ্বীন, খ্যাতিমান আলোচক ও প্রজ্ঞাবান বক্তা
মুফতি আনিসুর রহমান আশ্রাফী,
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মাদ্রাসায়ে আশ্রাফুল উলুম,ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লা।
দ্বিতীয় বক্তা —
মুফতি রেজাউল করিম, মিরপুর কুষ্টিয়া।
তৃতীয় বক্তা—
মাওঃ মোহাম্মদ জাহিদুল ইসলাম
সাবেক ইমাম কোলার হাট জামে মসজিদ।
আরও ওয়াজ করিবেন দেশের খ্যাতিমান দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ।
বক্তব্যে প্রধান বক্তা বলেন সারা বিশ্বের মানুষ মানুষ নিয়ে খেলা করছেন। নিজের স্বার্থের জন্য মানুষ মানুষকে খুন করছে, মানুষ ছাড়া যেমন ধর্ম পরিচালনা হয়না তেমনি মানুষ অচল ধর্ম ছাড়া। কোরআনের আলোকে ধর্ম পালনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন —
জনাব,
জাকির হোসেন সরদার, চেয়ারম্যান বসন্তপুর ইউনিয়ন, রাজবাড়ী সদর, রাজবাড়ী।
ও
এলাকায় গন্যমান্য ব্যক্তি বগ্য ও আসপাশের মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থী ও ইমাম গন।
মাহফিল পরিচালনা করেন —
হাফেজ আনোয়ার হুসাইন
ইমাম ও খতিব, বাঘিয়া চরপাড়া জামে মসজিদ, রাজবাড়ী
মাহফিলে সভাপতিত্ব করেন —
মাওলানা মোহাম্মদ লিয়াকত উল্লাহ্
ইমাম ও খতিব কোলার হাট কেন্দ্রীয় জামে মসজিদ, রাজবাড়ী।
স্বভাবিক তত্বাবধানে ছিলেন এলাকার যুব সমাজ
ও
মোঃ মাসুদ খান,
সভাপতি, হিলফুল ফুজুল যুব সংঘ কোলার হাট।
মোঃ কাউছার খান,
সাধারণ সম্পাদক, হিলফুল ফুজুল যুব সংঘ কোলার হাট ।