
হাইওয়ে পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
আইন মেনে সড়ক চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ এর আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুরের আয়োজনে গত ২২ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের সভাপতিত্বে ও করিমপুর হাইওয়ে থানার ইনচার্জ এসএম শহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাই পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বিপিএম, হাইওয়ে পুলিশ ঢাকা দক্ষিণের ডিআইজি সালমা বেগম পিপিএম, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল, ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি খন্দকার আব্দুর রাশেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কয়েক হাজার মানুষ প্রাণ হারায় সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সকলকে আইন মেনে সড়কে চলাচল করতে হবে। চালকদের বেপরোয়া গাড়ি চালানোসহ প্রশিক্ষণ ও লাইসেন্স ব্যতীত গাড়ি চলাচলে নিজেদের সচেতন হতে হবে ও আইন মেনে সড়কে গাড়ি চালাতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোদ পাবে এ সময় আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কয়েকশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
আলোচনা শেষে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় পক্ষে সরকারি রাজেন্দ্র কলেজ ও বিপক্ষে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে যুক্তিতর্কে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় বিজয় লাভ করে। আমন্ত্রিত অতিথি নিয়ে প্রশ্ন উত্তর পর্বে ৫ জন সঠিক উত্তর দাতাকে পুরস্কার প্রদান করা হয়। মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর।