
রাজবাড়ীর বসন্তপুরে দেওয়ান বাড়ী সুপার লিগ মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন – ৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত।
রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের দেওয়ান বাড়ী রোড ব্র্যাক সেন্টার মাঠে দেওয়ান বাড়ী সুপার লিগ মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ অক্টোবর ৪ টায় এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলায় যেই দুটি দল অংশগ্রহণ করেন। গোয়ালন্দ মোড় একাদশ বনাম – দেওয়ান পাড়া একাদশ (০) গোল গোয়ালন্দ মোড় একাদশ (২) গোলে বিজয় হয়েছেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাজবাড়ী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, বসন্তপুর ইউনিয়ন যুবলীগ শাহীন ফকির শাফিন, সাধারণ সম্পাদক শামীম শেখ,বসন্তপুর ইউনিয়ন যুবলীগ। উদ্বোধন করেন মো: সেলিম মোল্লা বিশিষ্ট সমাজ সেবক। সভাপতিত্ব করেন ডি,এম ফাইমুর রহমান, সাংবাদিক। সার্বিক তত্ত্ববোধনে দেওয়ান মো: রিয়ান, উপ-প্রচার সম্পাদক রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগ।
সহ হাজার হাজার জনতার ঢল।
এই বিজয়ীদের রানার্সআপ ট্রফি তুলে দেন। সাংবাদিক ডি,এম ফাহিমুর রহমান । এ সময় তিনি বলেন মাদককে নির্মূল করতে সুষ্ঠ সমাজ গড়ে তুলতে খেলার কোন বিকল্প নেই। আসুন আমরা মাদককে না বলি খেলায় মন দেই ভবিষ্যতে আমি আশা করি এই বসন্তপুরের খেলোয়াড়রা আরও ভালো খেলবে।