
‘আমরা সনাতনী যুবক’
রাজবাড়ী সামাজিক সংগঠন।
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীর সামাজিক সংগঠন
এর উদ্যোগে শারদ উপহার হিসেবে দুইশটি শাড়ী দেওয়া হয়েছে সনাতন ধর্মাবলম্বী অসহায় নারীকে।
শনিবার মহাসপ্তমীর দিনে রাজবাড়ী শহরের ভাজনচালা শীতলা মন্দির প্রাঙ্গন থেকে এসব শাড়ী বিতরণ করা হয়।
এসময় সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা, সদস্য সুমন দাস, রাজেশ মন্ডল, সমর কর্মকার, রবি দাস, রতন দাস, অনিক দাস, গোবিন্দ সাহা, নিশান সাহা, প্রসান সাহা, সূর্য কর্মকার, দিব্য নাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা জানান, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। অনেকেরই সামর্থ্য থাকেনা পূজায় নতুন পোশাক কেনার। আমরা সনাতনী যুবক তাদের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছে। সবাই যেন আনন্দের সাথে পূজায় সামিল হতে পারে। এই সংগঠনে মাধ্যমে করোনা কালিন সময়ে অনেক অসহায় মানুষের বাড়িতে বাড়িতে খাবার সামগ্রী সহ নিত্য পন্য সামগ্রি পৌঁছে দেওয়া হয়েছিল। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণ করেছে এই সংগঠন এর মাধ্যমে।