
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
শাহরিয়ার রিয়াজঃ
রাজবাড়ীর জেলার ঐতিহ্যবাহী আজাদী ময়দানে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে গণহত্যা বন্ধের দাবিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা নামাজের পর রাজবাড়ী জেলার সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে রাজবাড়ী জেলা আজাদী ময়দানে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় ফিলিস্তিন স্বাধীন করো, আল আকসা মুক্ত করো, মুসলমানের রক্ত বিথা যেতে দেবনা, ফিলিস্তিনের উপর হামলা কেন জাতিসংঘ জবাব দাও, ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন বাসীকে আল্লাহ তুমি রক্ষা করো ও ইসরাইলের সকল পণ্য বর্জন করো শ্লোগানে শ্লোগানে ফেটে পড়ে উপস্থিত জনতা। বিক্ষোভ মিছিল এর পূর্বে রাজবাড়ী আজাদী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু,রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, রাজবাড়ী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং স্হানীয় মাওলানা, মসজিদের ইমাম, খতিব, মুফতি মাদ্রাসার মোহতাম প্রমূখ।
জেলার বিভিন্ন স্হানের জামে মসজিদগুলোর ইমাম ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রাণ মানুষ মিছিলে যোগ দেন।
সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও সকল মুসলিমদের যানমালের হেফাজত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।