
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বহরপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বহরপুর বাজারে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে গণহত্যা বন্ধের দাবিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) আসর নামাজের পর বালিয়াকান্দির বহরপুরের সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে বহরপুর বাজার বাসস্ট্যান্ডে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় ফিলিস্তিন স্বাধীন করো, আল আকসা মুক্ত করো, মুসলমানের রক্ত বিথা যেতে দেবনা, ফিলিস্তিনের উপর হামলা কেন জাতিসংঘ জবাব দাও, ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন বাসীকে আল্লাহ তুমি রক্ষা করো ও ইসরাইলের সকল পণ্য বর্জন করো শ্লোগানে শ্লোগানে ফেটে পড়ে উপস্থিত জনতা। বিক্ষোভ মিছিল পর বহরপুর বাজার বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হক, কারী লুৎফর রহমান, কারি সুলতান আহমেদ, ফুরকান আহমেদ,
হাফেজ ইদ্রিস আলী শেখ, বহরপুর কেন্দ্রীয় হাট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম, বংকুর মাদ্রাসার মুহতামিম
মাওলানা আব্দুর সব্বার, বহরপুর নূরানী মাদ্রাসার মোহতামিম মাওলানা কারী মফিজুল ইসলাম প্রমূখ।
প্রমূখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামে মসজিদগুলোর ইমাম ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রাণ মানুষ মিছিলে যোগ দেন।
সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও সকল মুসলিমদের যানমালের হেফাজত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।