
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যার বিচার দাবিতে পথসভা অনুষ্ঠিত
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিশ্বে ঘটে যাওয়া ইসরায়েলী ইহুদি সৈন্যদের হাতে বর্বচিত ফিলিস্তিনি নারী ও শিশু হত্যার বিচার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় নাগরিক ফোরাম বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে বালিয়া কান্দি চোরাস্তার মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।
নুরুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি মীর মোশারফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমির আলী, কমরেড মো. সামসুল আলম, এ.এস.এম দাউদ খান, সলেমান আলী মোল্লা দুলু, বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আকমল হোসেন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস প্রমুখ।
এসময় বক্তারা ইসরায়েলের ইহুদি কতৃক ফিলিস্তিনিদের হত্যা, নির্যাতন বন্ধে ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পথ সমাবেশে গঠণমূলক বক্তব্য রাখেন।