
রাজবাড়ী পানিতে ডুবে শিশুর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়ন বাজিতপুর গ্রামে মোঃ আরিফ মোল্লার ছেলে বয়স ৩ পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর ) সকাল ৯.৩০ উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু বাজিতপুর এলাকার মোঃ আরিফ মোল্লার ছেলে।
জানা গেছে, শনিবার সকালে শিশু টি খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে ।বাড়িতে পল্লী চিকিৎসক নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু টি মৃত ঘোষণা করেন।
এ দুঃখ জনক ঘর্টনায় বাড়ির পরিবার স্বজনরা সহ এলাকায় এখন শোকের ছায়া।