
মোঃ জাহিদুল ইসলাম পিয়াল ( ষ্টাফ রিপোর্টার)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল স্কুল মাঠে বিশাল শ্রমিক সমাবেশ ও শ্রমিকদের সাথে এমপি মহোদয়ের দুপুরের খাবারের আয়োজন।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল স্কুল মাঠে আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি মহোদয়ের উদ্যোগে দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক বিশাল শ্রমিক সমাবেশ। গোয়ালন্দ উপজেলার সকল শ্রমিক সংগঠন এর আয়োজনে ও তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব কাজী কেরামত আলী মাননীয় জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী ১ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১। জনাব বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, সহসভাপতি রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ২।জনাব হেদায়েত আলী সোহরাব, সহসভাপতি রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ৩। জনাব আলহাজ্ব মোস্তফা মুন্সি, সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ৪। শ্রী বিপ্লব ঘোষ ৫। জনাব শেখ মোঃ নিজাম, সদস্য, রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ৬। জনাব মোঃ আসাদুজ্জামান চৌধুরী, সাধারন সম্পাদক, রাজবাড়ী জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ ৭। জনাব মোঃ ইউনুস মোল্লা, সদস্য জেলা পরিষদ ও সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগ ৮। জনাব আব্দুর রহমান মন্ডল, চেয়ারম্যান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ৯। জনাব, শফিকুল ইসলাম সুজ্জল, সাধারণ সম্পাদক গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ ১০। জনাব নির্মল চক্রবর্তী, সাবেক সদস্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগ প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রমিককে দুপুরে খাবার খাওয়ানো হয়। অনুষ্ঠানে এসে শ্রমিকরা খুবই আনন্দিত। স্থানীয় শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান এমন এমপি মহোদয়ের সাথে খাবারের আয়োজন একটি ভিন্ন ধর্মী আয়োজন আমরা এখানে আসতে পেরে খুশি। এমপি মহোদয়ও শ্রমিকদের সাথে নিয়ে একবেলা খেতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।