
আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসতে পারলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেবো।
মুহাম্মদ ফরহাদ মিয়া,
ফরিদপুর জেলা প্রতিনিধি।।
আজ (১০ অক্টোবর) মঙ্গলবার ফরিদপুর জেলাধীন ভাংগার ডা.কাজী আবু ইউসুফ স্টেডিয়াম এর এক জনসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিনা প্রধান অতিথি থেকে পদ্মা সেতু দিয়ে ট্রেন যাত্রার শুভ উদ্বোধনকালে এ কথা বলেন।
তিনি আরও বলেন,আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিব এই শ্লোগান দিয়ে ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করেই আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর যতটুকু উন্নয়ন করেছিলাম তার সবটুকুই জোট সরকার নষ্ট করে দিয়েছিলো। এমনকি কমিউনিটি ক্লিনিক পর্যন্ত বন্ধ করে দিয়েছিলো। আমরা পুনরায় সরকারে এসে সেই কমিউনিটি ক্লিনিক পূনরায় চালু করেছি। সেখানে গিয়ে মা বোনেরা পায়ে হেঁটে গিয়ে চিকিৎসা নিতে পারে। জটিল সমস্যা হলে হাসপাতালে যেতে পারে।
আমরা প্রায় প্রতিটি গ্রামে স্কুল-কলেজ কারিগরি প্রতিষ্ঠান উন্নত করে দিয়েছি,রাস্তাঘাট উন্নত করে দিয়েছি। শিক্ষাখাতে উন্নত করার জন্য আমরা প্রায় প্রতিটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। ফরিদপুরে যে মেডিকেল কলেজ ছিলো ২৫০ বেডের আমরা ক্ষমতায় আসার পর তা আরো উন্নত করে দিয়েছি।
ফরিদপুর একটি পুরাতন শহর হলেও এখানে সার্বিক উন্নয়ন হয়নি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেছে বলেই সারাদেশের ন্যায় ফরিদপুরে উন্নয়ন হয়েছে।
আমরা জানি ফরিদপুরে কোন বিশ্ববিদ্যালয় নাই,আগামীতে সরকারে আসলে ইনশাআল্লাহ ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দিবো।
২০০৮ সালের নির্বাচনী ইস্তেহারে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার ওয়াদা করার কথা ছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ আজ ডিজিটাল। দেশের প্রতিটি নাগরিকের হাতে স্মার্ট ফোন দিয়েছি।
মেয়েদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছি। প্রাইমারী স্কুলে মেয়েদের ৬০% শিক্ষকের কোটার ব্যবস্থা করেছি।