
বালিয়াকান্দিতে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনে তামাক কোম্পানি বেপরোয়া শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোটের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা (সপ্রমুপ্র) এর বাস্তবায়নে জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করণে সংবাদ সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা সমাজসেবা অফিসার প্রসেনজিৎ কর্মকার, যুব উন্নয়ন অফিসার আবু বক্কর সিদ্দিক, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস, এ্যাসেট সংস্থার নির্বাহী পরিচালক শাহজাহান সিদ্দিক, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান (আতিক), সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাবের মো. কামরুজ্জামান কামরুল সহ সকল সাংবাদিক ।
সংবাদ সম্মেলনে তামাক কোম্পানির বেপরোয়া শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন বালিয়াকান্দি সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা (সপ্রমুপ্র) সংস্থার পরিচালক মো. মোকাররম হোসেন।
এসময় বক্তারা তামাকের ক্ষতিকর দিকগুলো নিয়ে উপস্থিত সকলকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে সংবাদ সম্মেলনের সভাপতি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, তামাক একটি ক্ষতিকর দ্রব্য, তামাক পরিহার করা সবার জন্য উত্তম। তিনি আরও বলেন জরায়ু ক্যান্সার একটি মরণব্যাধী রোগ। জরায়ু ক্যান্সার প্রতিরোধে স্কুল পড়ুয়া ৯ম ও ১০ম শ্রেণির ছাত্রীদের টিকা নেয়ার পরামর্শ দেন। সংবাদ সম্মেলন শেষে সহকারি কমিশনার ভূমি উপস্থিত সংবাদ কর্মীদের নিয়ে বাজার তদারকি করে তামাকের প্যাকেট, বিলবোর্ড সরিয়ে ফেলার দিকনির্দেশনা প্রদান করেন।
তারিখঃ ০৯/১০/২৩