
স্টাফ রিপোর্টার

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী রাজবাড়ীর উদ্যোগে ৫ অক্টোবর সকাল দশটায় আলগাজ্জালী উচ্চ বিদ্যালয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিশুর জন্য বিনিয়োগ করি ভবিষ্যতের বিশ্বগড়ী, স্লোগান, খেলার মাঠ অধিকার ও আমাদের দৃষ্টিতে স্মার্ট বাংলাদেশ বিষয়ের বস্তু ভিত্তিক আয়োজনে জনাব ইবনে সাউদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার জনাব শাহিন সুলতান রাজা। আলগাজ্জালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল হাকিম মোল্লা প্রধান অতিথি এবং বিশ্বভারা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি মোঃ আতাউর রহমান ও অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব খবির উদ্দিন মোল্লা বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়বস্তুর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকারের উপর আমন্ত্রিত অতিথি ইয়াসিন উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী সামিয়া নুসরাত প্রজ্ঞা তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া অতিথিবৃন্দ দুইজন শিক্ষক এবং তিন জন শিক্ষার্থী আলোচনায় অংশ নেয়।