
রাজবাড়ীর কালুখালী প্রতিনিধি :
প্রদানঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড কালুখালীর মৃগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। চেক প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেলটা লাইফ ইনসিওরেন্স এর রাজবাড়ী ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল হাশেম মোল্লা।
অনুষ্ঠানে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা খান, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন, ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর সিনিয়র ম্যানেজার সুব্রত কুমার ওঝা, শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইসতিয়াক আহমেদ এর মৃত্যুজনিত কারণে তার স্ত্রী ও নমিনী রুমানা সুলতানাকে ৫ লক্ষ ৪৫ হাজার ৮৩ টাকার চেক প্রদান করা হয়। চেক প্রদান করেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা খান ও মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন।