
গোয়ালন্দে ভোক্তা অধিকার অবহিত করন বাস্তবায়ন সভা অনুষ্ঠিত।
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এর সসভাপতিত্বে বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিন তারান্নুম হক, বাজার ব্যাবসায়ী পরিষদের সাধারন সম্পাদক খোকন শেখ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তাগন।
সভায় ভোক্তা অধিকারের বিভিন্ন দিক নিয়ে জনপ্রতিনিধি ও পেশাজীবীগণ আলোচনা করেন। উক্ত সভায় প্রশাসনে বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।