রাজবাড়ী ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মঞ্চায়ন হলো নাটক “সংকট উত্তরণ”

স্টাফ রিপোর্টার

জাগো হে মানুষ শিল্পের ছোঁয়ায়” রাজবাড়ী মঞ্চায়ন হলো নাটক “সংকট উত্তরণ

“ড্রইংরুম থিয়েটার ভিত্তিক নতুন ধরার নাটক।প্রযোজনায়  স্বদেশ নাট্যাঙ্গান রাজবাড়ী। 

 স্থান: রিন্টু স্মৃতি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ঘর ছাড়া রাজবাড়ী।

তাং ৩ নভেম্বর ২০২২.

সময়- সন্ধ্যা ৬ টা।

প্রধান অতিথি: আলহাজ কাজী কেরামত আলী এমপি,ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী।

উদ্বোধক, জনাব লিয়াকত আলী লাকি মহাপরিচালক বাংলাদেশ শিল্প কলাএকাডেমি।

বিশেষ অতিথি :এ‍্যাড.দেবাহুতি চক্রবর্তী ও সভাপতি আবোল তাবোল শিশু সংগঠন।

জনাব আজিজা খানম সাবেক জেলার শিক্ষা কর্মকর্তা।

 সভাপতিত্ব করেন, মাসুদুজ্জামান ফিরোজ,সভাপতি স্বদেশ নাট‍্যাঙ্গন,

গল্প- ম,নিজাম ও অজয় তালুকদার।

 নির্দেশনা ম,নিজাম। প্রথমেই জেল হত‍্যায় শহীদ জাতীয় চার নেতার প্রতি দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে পরিবেশনা শুরু করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  মোঃ হেদায়েত উল্লা সোহরাব,ডাঃ পারিজাত পাল,

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, পার্থ প্রতিম দাস জেলা কালচারাল কর্মকর্তা।সৈয়দ সিদ্দিকুর রহমান, সভাপতি রাজবাড়ী একাডেমি।

কবি সালাম তাসির,সভাপতি, মোঃরাজ্জাকুল আলম সম্পাদক মীরমশাররফ হোসেন স্মৃতি সংসদ।

মোঃ আতাউর রহমান সভাপতি বিশ্বভরা প্রাণ ও দৈনিক রাজবাড়ী সময় পত্রিকার সম্পাদক । কবি খোকন মাহমুদ, সভাপতি কবি পরিষদ রাজবাড়ী, নুরুল হক আলম সহ অন‍্যান‍্য সাংস্কৃতি মনা সুধিজন। নাটকে অভিনয় করেন, রেজয়ান ইশারা, সিন্থা সর্নাল, ইমু,রাব্বি কামাল,প্রমুখ। নাটকটি দর্শকদের দারুন  প্রশংসা অর্জন করে। প্রধান অতিথি রাজবাড়ী সংস্কৃতি অঙ্গন কে সমৃদ্ধ করার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Tag :

রাজবাড়ীতে মঞ্চায়ন হলো নাটক “সংকট উত্তরণ”

প্রকাশিত : ০৬:২০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

স্টাফ রিপোর্টার

জাগো হে মানুষ শিল্পের ছোঁয়ায়” রাজবাড়ী মঞ্চায়ন হলো নাটক “সংকট উত্তরণ

“ড্রইংরুম থিয়েটার ভিত্তিক নতুন ধরার নাটক।প্রযোজনায়  স্বদেশ নাট্যাঙ্গান রাজবাড়ী। 

 স্থান: রিন্টু স্মৃতি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ঘর ছাড়া রাজবাড়ী।

তাং ৩ নভেম্বর ২০২২.

সময়- সন্ধ্যা ৬ টা।

প্রধান অতিথি: আলহাজ কাজী কেরামত আলী এমপি,ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী।

উদ্বোধক, জনাব লিয়াকত আলী লাকি মহাপরিচালক বাংলাদেশ শিল্প কলাএকাডেমি।

বিশেষ অতিথি :এ‍্যাড.দেবাহুতি চক্রবর্তী ও সভাপতি আবোল তাবোল শিশু সংগঠন।

জনাব আজিজা খানম সাবেক জেলার শিক্ষা কর্মকর্তা।

 সভাপতিত্ব করেন, মাসুদুজ্জামান ফিরোজ,সভাপতি স্বদেশ নাট‍্যাঙ্গন,

গল্প- ম,নিজাম ও অজয় তালুকদার।

 নির্দেশনা ম,নিজাম। প্রথমেই জেল হত‍্যায় শহীদ জাতীয় চার নেতার প্রতি দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে পরিবেশনা শুরু করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  মোঃ হেদায়েত উল্লা সোহরাব,ডাঃ পারিজাত পাল,

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, পার্থ প্রতিম দাস জেলা কালচারাল কর্মকর্তা।সৈয়দ সিদ্দিকুর রহমান, সভাপতি রাজবাড়ী একাডেমি।

কবি সালাম তাসির,সভাপতি, মোঃরাজ্জাকুল আলম সম্পাদক মীরমশাররফ হোসেন স্মৃতি সংসদ।

মোঃ আতাউর রহমান সভাপতি বিশ্বভরা প্রাণ ও দৈনিক রাজবাড়ী সময় পত্রিকার সম্পাদক । কবি খোকন মাহমুদ, সভাপতি কবি পরিষদ রাজবাড়ী, নুরুল হক আলম সহ অন‍্যান‍্য সাংস্কৃতি মনা সুধিজন। নাটকে অভিনয় করেন, রেজয়ান ইশারা, সিন্থা সর্নাল, ইমু,রাব্বি কামাল,প্রমুখ। নাটকটি দর্শকদের দারুন  প্রশংসা অর্জন করে। প্রধান অতিথি রাজবাড়ী সংস্কৃতি অঙ্গন কে সমৃদ্ধ করার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।