
দৌলতদিয়ায় নানা আয়োজনে কন্যা শিশু দিবস পালিত।
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা,আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৩০সেপ্টেম্বর) দুপুর দুটোয় ” বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” –স্রোগানকে সামনে রেখে গোয়ালন্দের দৌলতদিয়ায় বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সংগঠনের ‘আলো’ প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। মুক্তি মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগম অনুষ্ঠানে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চম্পা বেগম,দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম,গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি গনেশ পাল সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু সহ প্রমূখ।