
ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবি(সঃ) উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল।
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ী ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবি(সঃ) উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রাজবাড়ী -১ আসনের গন মানুষের নেতা জনাব আলহাজ্ব কাজী কেরামত আলী এম পি মহোদয়।
আরও উপস্থিত ছিলেন –
জনাব, জি এম আবুল কালাম আজাদ, পুলিশ সুপার, রাজবাড়ী।
আলহাজ্ব হযঃ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুমুনির,
অধ্যক্ষ ভান্ডারিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, রাজবাড়ী
জনাব মোহাম্মদ ইয়াছিন মোল্লা, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন, রাজবাড়ি
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন –
জনাব আবু কায়সার খান, জেলা প্রশাসক, রাজবাড়ি
পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না’। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের (পবিত্র ঈদে মিলাদুন্নবীর) গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।
এদিকে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য আলোচক বৃন্দ বলেন মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সারা বিশ্বের ন্যয় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করছে রাজবাড়ী বাসী এ জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর জীবনের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।