
ন্যায্য দাবিসমূহ আদায়ে সাংবাদিক সম্মেলন করেছে বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারদের
রাজবাড়ী প্রতিনিধি :
‘কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই’ এই দাবিতে ক্যাডার কম্পোাজশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদাযের লক্ষে রাজবাড়ীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের আয়োজনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারদের ন্যায্য দাবিসমূহ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা ইউনিটের সাধারন সম্পাদক রাজবাড়ী সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ সামসুজ্জামান।
সংবাদ সম্মেলনে জেলা ইউনিটের সভাপতি রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, উপাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু জিহাদ আনসারী, সহ-সভাপতি হাবিবুর রহমান সহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
কাজী তানভীর মাহমুদ/রাজবাড়ী প্রতিনিধি/