রাজবাড়ী ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর রক্তকন্যা খ্যাত স্মৃতির জামিন স্থগিত

  • রাজবাড়ী সময় ডেস্ক
  • প্রকাশিত : ০৬:০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • ৭২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ‘রক্তকন্যা’ খ্যাত সোনিয়া আক্তার স্মৃতি ইসলামের হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। গতকাল চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীসোমবার পর্যন্ত জামিন স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। স্মৃতির পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও  ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তাদের সঙ্গে শতাধিক আইনজীবী চেম্বার আদালতে প্রবেশ করেন। গত সোমবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট

বেঞ্চ তাকে জামিন দেন। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসুল আরেফিন চৌধুরী সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ওইদিনই ওই মামলায় সোনিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১০ই অক্টোবর রাজবাড়ীর এক নম্বর আমলী আদালতে জামিনের আবেদন করেন সোনিয়া আক্তার।

বিচারক কায়ছুন নাহার সুরমা তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে সোনিয়ার জামিন আবেদন করেন বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।  মামলার এজাহারে বলা হয়, গত ৩১শে আগস্ট দুপুরে সোনিয়া তার ফেসবুক আইডি থেকে কটূক্তিমূলক পোস্ট দেন। এতে আওয়ামী লীগ ও অন্য দলসহ বিভিন্ন সম্প্রদায়ের মাঝে বিদ্বেষ সৃষ্টি করেছে এবং এই পোস্টের মাধ্যমে বিভিন্ন শ্রেণির জনসাধারণের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছে সোনিয়া আক্তার স্মৃতি। যে কারণে স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়।

Tag :

রাজবাড়ীর রক্তকন্যা খ্যাত স্মৃতির জামিন স্থগিত

প্রকাশিত : ০৬:০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

স্টাফ রিপোর্টার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ‘রক্তকন্যা’ খ্যাত সোনিয়া আক্তার স্মৃতি ইসলামের হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। গতকাল চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীসোমবার পর্যন্ত জামিন স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। স্মৃতির পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও  ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তাদের সঙ্গে শতাধিক আইনজীবী চেম্বার আদালতে প্রবেশ করেন। গত সোমবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট

বেঞ্চ তাকে জামিন দেন। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসুল আরেফিন চৌধুরী সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ওইদিনই ওই মামলায় সোনিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১০ই অক্টোবর রাজবাড়ীর এক নম্বর আমলী আদালতে জামিনের আবেদন করেন সোনিয়া আক্তার।

বিচারক কায়ছুন নাহার সুরমা তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে সোনিয়ার জামিন আবেদন করেন বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।  মামলার এজাহারে বলা হয়, গত ৩১শে আগস্ট দুপুরে সোনিয়া তার ফেসবুক আইডি থেকে কটূক্তিমূলক পোস্ট দেন। এতে আওয়ামী লীগ ও অন্য দলসহ বিভিন্ন সম্প্রদায়ের মাঝে বিদ্বেষ সৃষ্টি করেছে এবং এই পোস্টের মাধ্যমে বিভিন্ন শ্রেণির জনসাধারণের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছে সোনিয়া আক্তার স্মৃতি। যে কারণে স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়।