
পল্লব রায়
ফরিদপুর উপজেলা প্রতিনিধি
সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত পাট ফরিদপুরের চাষীরা
ফরিদপুর জেলার কৃষকরা পাট কাটা, পাট পচানো এবং পাট থেকে আঁশ বের করতে ব্যস্ত সময় পার করছেন।এবার জেলায় গতবছরের চেয়েও পাটের চাষ খারাপ হয়েছে। বেশির ভাগ কৃষক হয় পাট কাটছেন, না হয় পচানোর জন্য নদীতে নিচ্ছেন। তাঁরা জানান, ৫ থেকে ১৫ দিনের মধ্যেই সোনালি আঁশ বাজারে উঠতে শুরু করবে।
জেলায় বিভিন্ন জাইগায় খোঁজ নিয়ে জানা গেছে, পাট কেটে তা বিভিন্ন জলাশয়ে জাগ দিচ্ছে কৃষক। কৃষকরা পাট কেটে নদী-নালা, খাল-বিল ও ডোবায় পচিয়ে এবং তা থেকে, আঁশ ছাড়ানো এবং বাজারে বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন।
এ বিষয়ে এক পাট চাষী অভিযোগ করেন , পাটের ভালো রং পাওয়ার গেলেও পাটের নিদিষ্ট দাম পাচ্ছে না
আরেক চাষি জানান, ধান লাগানোর জন্য তিনি আগেই পাট কেটেছেন। তাই তিনি এখন পাট থেকে আঁশ বের করছেন। তিনি আরো জানান যে, এবার পাটের ফলন ভালো না হওয়ায়। পাটে আঁশের পরিমাণ তুলনামূলকভাবে কম।
জেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ভালো মানের পাটের মূল্য ২৬০০ টাকা মণ ও নিম্ন মানের পাটের মূল্য ২৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ন্যায্য মূল্য পাচ্ছেন না৷ কিছু কিছু চাষিদের মাঝে পাট চাষে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
সত্য মন্ডল নামে আরেক কৃষক বলেন,ফরিদপুরের কৃষকরা এখন পাট কাটা, পরিবহন, জাগ দেওয়ার কাজে ব্যস্ত। চলতি বছরে পাটের বিছা পোকার আক্রমণ তুলনামূলকভাবে কম ছিলো। এবার পাটের ফলন ভালো হয়েছে বলে আশা করেন তিনি।