
গোয়ালন্দ পৌরসভার আয়োজনে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) বেলা সাড়ে ১২টায় গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। পুষ্পমালা অর্পণ শেষে পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম, নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. রুহুল আমিন, প্যানেল মেয়র মো. ফজলুল হক, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, উপজেলা আওয়ামীলীগের দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির পলাশসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
তারিখঃ ০৮/০৮/২০২৩ইং