
বালিয়াকান্দিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামেএ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান,মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সরকারি কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রেষ্ঠতম অর্জন হল বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর এসব লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথের প্রেরণাদাত্রী এবং বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মত অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বাংলার মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব। আমরা তার এই শুভ জন্মদিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করছি।
এসময় উপজেলা প্রশাসনের সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে ৮ জন বিধবা অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও ৭ জনকে ২ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।