
গোয়ালন্দে শিশুদের দন্ত চিকিৎসায় ফ্রি-মেডিকেল ক্যাম্প
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ২’শ শিশুকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা, দাঁত পরিষ্কারের জন্য পেষ্ট ও ওষুধ প্রদান করা হয়েছে।
উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতি’র (এমএমএস)-এর আয়োজনে সমিতির হলরুমে দিনব্যাপী এ ক্যাম্প পরিচালিত হয়।
গিভ বাংলাদেশ ও পথচলা প্রজেক্ট নামক দুটি সংগঠন এতে সহযোগীতা করে।
মেডিকেল টিমে ১০ জন অভিজ্ঞ ডেন্টাল চিকিৎসকসহ ৩৫ জন সদস্য শিশুদের দাঁতের চিকিৎসা, দাঁত পরিষ্কারক হিসেবে পেষ্ট ও দন্ত চিকিৎসায় ওষুধ এবং নানাবিধ পরামর্শ প্রদান করেন। সেইসাথে তারা একটি জরিপ কাজও পরিচালনা করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন মুক্তি মহিলা সমিতি’র নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, গিভ বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার মালিহা নাজ জারিন, ডাঃ মেহনাজ শারমিন মৌরি, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু প্রমূখ।
গোয়ালন্দের দৌলতদিয়ায় বুধবার বেসরকারী সংগঠন এমএমএস’র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুইশ শিশুকে চিকিৎসা সেবা,পেস্ট ও ওষুধ প্রদান করা হয়।