
গোয়ালন্দ ঘাট থানা কমপ্লেক্সে গোল ঘরের উদ্বোধন।
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা কমপ্লেক্সে নান্দনিক গোল ঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই ) সকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের তত্ত্বাধানে এবং গোয়ালন্দ পৌরসভার সহযোগিতায় গোল ঘর নির্মানের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন বলেন, গোল ঘরটি হবে সামাজিক বিরোধ নিস্পত্তির একটি অন্যতম স্থান। এছাড়া এ ঘরে সাধারণ মানুষ স্বস্তি বোধ করবে। অনেকেই থানার মধ্যে স্বস্তি বোধ করে না। সেক্ষেত্রে এখানে সেবা গ্রহীতা এই প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশে বসে থাকতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) ইফতেখারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাউদ্দিন,গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ থানার (ওসি)তদন্ত উত্তম কুমার ঘোষ, সাংবাদিক গনেশ পাল, সিরাজুল ইসলাম, আক্তারুজ্জামান প্রমুখ।