
বাবলা চৌধুরী
মৃত্যু ঘুম এসে একদিন ডেকে নিয়ে যাবে আমাদের। কোন এক রাত্রি এসে থামিয়ে দেবে সব।
কোলাহল আর দিনযাপনের গল্প শেষ হলে চলে যাবো।
সময়ের সাথে সাথে মানুষের সংগে মানুষের সম্পর্কও
শিথিল হয়ে পরে, অনেকে আজীবন অচেনা থেকে যায়।
শুধু মৃত্যুর উৎসবে ব্যাথা-হাহাকার আর নিরবতা জেগে থাকে।
তবু আজও দেখি সড়কে বৈদ্যুতিক তারে এসে বসে যে- লক্ষীপেঁচা সে-ও তোএকদিন এসে হয়তো
বসেছিলো এই বাংলার শিমুল হিজলের ডালে।
আজও তাই দেখি-হয়তোবা জীবনানন্দ এসে তার মুখে কথা ক’য়-আমাদের সাথে।
অথবা তারা আজও আসে- কোন এক অন্তিম আক্ষেপের কথা এসে বলে যায় আমাদের কানে
রাত গভীর হলে চুপিচুপি আমলোকি অথবা ঝাউয়ের তলে বসে।
হয়তোবা তাহাদের আজও আছে মনে-
এইসব-দীঘির কালো জল, শিউলির ফুল ভেসে থেকে
প্রেম আর স্বস্তি দিয়েছিলো তাহাদের ডেকে।
