
স্টাফ রিপোর্টার
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, রাজবাড়ী শাখার মঙ্গল অনুষ্ঠান গতকাল ১৫ জুলাই শনিবার, সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে রাজবাড়ীর গুনী কার্টুন শিল্পী এম,এ,কুদ্দুস এবং বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী বুলবুল মহলানবীশের মৃত্যুতে তাঁদের শোক ও শ্রদ্ধা জানিয়ে, দাড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।অনুষ্ঠানে সংগঠনগত অংশ গ্রহন করে দিব্য নৃত্য কলা একাডেমী, অরণি সাংস্কৃতিক সংসদ, বৈচিত্র্য সাংস্কৃতিক সংগঠন, উদীচি শিল্পী গোষ্ঠী ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ রাজবাড়ী শাখার শিল্পী বৃন্দ, যেসব শিল্পী গান পরিবেশন করেন তারা হলেন মুনিরুল হক মুনির, শাহ্ মোঃ জাহাঙ্গীর জলিল, জাহিদ হোসেন, রনজিৎ সরকার,তাপস কর্মকার, উর্মি উর্জ্জা, কনিকা সরকার, অমিতা চক্রবর্তী, আসিফ মাহমুদ ও নাজমুল ইমাম। কীবোর্ডে ছিলেন রাজা হাসান, তালযন্ত্রে সহযোগিতায় ছিলেন ষষ্ঠী সরকার ও নিখিল সরকার। অনুষ্ঠানটি সার্বিক ভাবে সঞ্চালনায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাজবাড়ী শাখার সহ- সম্পাদক রসীদ আলকামাল। আলোচনা পর্বে অংশ নেন কবি সালাম তাসির, মুনিরুলহল,জাহাঙ্গীর জলিল, রনজিৎ সরকার, আব্দুস সাত্তার কালু, সভাপতি বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ সুধী বৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার অতিথীবৃন্দ ছাত্র-ছাত্রী ও অভিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গানে মুগ্ধ হয়ে বিশিষ্ট কন্ঠ শিল্পী জাহাঙ্গীর জলিল কে সাবেক আলিপুর ইউনিয়ন চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান এক হাজার টাকা দিয়ে শিল্পীকে পুরস্কৃত করেন। পরিশেষে উপস্থিত অনুষ্ঠানের সবার সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
