রাজবাড়ী ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বেসরকারী গণগ্রন্থগার রাজবাড়ী জেলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

এসো মিলি জ্ঞানের অন্বেষণে”
এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হল
বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থগার পরিষদ, রাজবাড়ী জেলা কমিটির পরিচিতি সভা আনন্দ মেলা।
স্থান -ফুডপার্ক, সজ্জন কান্দা রাজবাড়ী।
তারিখ ২৯অক্টোবর২০২২.
জেলা কমিটির  সভাপতি জনাব লায়লা পারভীন খানের  সভাপতিত্বে সভার উদ্বোধনী ঘোষণা করেন জনাব  আজিজা খানম,সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। প্রধান অতিথির আসন অলংকৃত করেন  বীর মুক্তিযোদ্ধা জনাব মালিক খসরু -পিপিএম সাবেক আইজিপি।
অনুষ্ঠান পর্বে বক্তব্য রাখেন জনাব মালিক খসরু -অতিথি বীরমুক্তিযোদ্ধা

মালিকখসরু-পিপিএম সাবেক আইজিপি ও সভাপতি বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় কমিটি। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির  প্রধান সমন্বয়ক জনাব মোঃইমাম হোসাইন, যুগ্ম মহাসচিব  জনাব মাহমুদুল হাসান মনির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ লাভলু মিয়া, জনাব আজিজা খানম, সাবেক জেলা  মাধ‍্যমিক শিক্ষা
-কর্মকর্তা। জনাব আঞ্জুমান আরা ,সম্পাদক – বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থকার পরিষদ,রাজবাড়ী জেলা কমিটি ও সভাপতি শিশু বিকাশ কেন্দ্র রাজবাড়ী। জনাব মোঃ আতাউর রহমান, সভাপতি বিশ্বভরা প্রাণ রাজবাড়ী,ও সম্পাদক দৈনিক রাজ
-বাড়ী সময়,বিশিষ্ট আলেম ও বক্তা আবুসাঈদ তাযেবী।এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আমন্ত্রিত গন‍্যমান‍্য গুণীজন,বিভিন্ন সমাজসেবা,সংস্কৃতি
সংগঠনের নেতৃবৃন্দ। কমিটির পরিচয় পর্ব ও  আলোচনা পর্ব শেষে অথিতি
গন পাশেই শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শক করেন। এ কেন্দ্রের কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন এবং প্রশংসা করেন ও উৎসাহ প্রদান করেন । অতিথিগন সুবিধা বঞ্চিত এতিমশিশু
ও বিধবা মায়েদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন খোজ খবর নেন অনুপ্রেরণা ও পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য শিশু বিকাশ কেন্দ্র,
রাজবাড়ী ২০২০ সাল থেকে শিশু বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে পঞ্চাশ  জন সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার যাবতীয় সহায়তা প্রদান এবং পঞ্চাশ জন গরীব অসহায় বিধবা নারীদের আত্ম কর্মসংস্থানের জন্য সেলাই প্রশিক্ষণ,সেলাই- মেশিন প্রদান,ক্ষুদ্র ব‍্যবসার প্রশিক্ষণ পুঁজি প্রদান,ছাগল পালনে ছাগল প্রদান করে সেবা দিয়ে আসছে।আমন্ত্রিত অতিথি ও শিশু বিকাশ কেন্দ্রের শিশু ও মায়েদের নিয়ে দুপুরের মধ‍্যান্হ ভোজের      মাধ‍্যমে কার্যক্রম শেষ হয়।

Tag :

বেসরকারী গণগ্রন্থগার রাজবাড়ী জেলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

স্টাফ রিপোর্টার

এসো মিলি জ্ঞানের অন্বেষণে”
এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হল
বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থগার পরিষদ, রাজবাড়ী জেলা কমিটির পরিচিতি সভা আনন্দ মেলা।
স্থান -ফুডপার্ক, সজ্জন কান্দা রাজবাড়ী।
তারিখ ২৯অক্টোবর২০২২.
জেলা কমিটির  সভাপতি জনাব লায়লা পারভীন খানের  সভাপতিত্বে সভার উদ্বোধনী ঘোষণা করেন জনাব  আজিজা খানম,সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। প্রধান অতিথির আসন অলংকৃত করেন  বীর মুক্তিযোদ্ধা জনাব মালিক খসরু -পিপিএম সাবেক আইজিপি।
অনুষ্ঠান পর্বে বক্তব্য রাখেন জনাব মালিক খসরু -অতিথি বীরমুক্তিযোদ্ধা

মালিকখসরু-পিপিএম সাবেক আইজিপি ও সভাপতি বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় কমিটি। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির  প্রধান সমন্বয়ক জনাব মোঃইমাম হোসাইন, যুগ্ম মহাসচিব  জনাব মাহমুদুল হাসান মনির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ লাভলু মিয়া, জনাব আজিজা খানম, সাবেক জেলা  মাধ‍্যমিক শিক্ষা
-কর্মকর্তা। জনাব আঞ্জুমান আরা ,সম্পাদক – বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থকার পরিষদ,রাজবাড়ী জেলা কমিটি ও সভাপতি শিশু বিকাশ কেন্দ্র রাজবাড়ী। জনাব মোঃ আতাউর রহমান, সভাপতি বিশ্বভরা প্রাণ রাজবাড়ী,ও সম্পাদক দৈনিক রাজ
-বাড়ী সময়,বিশিষ্ট আলেম ও বক্তা আবুসাঈদ তাযেবী।এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আমন্ত্রিত গন‍্যমান‍্য গুণীজন,বিভিন্ন সমাজসেবা,সংস্কৃতি
সংগঠনের নেতৃবৃন্দ। কমিটির পরিচয় পর্ব ও  আলোচনা পর্ব শেষে অথিতি
গন পাশেই শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শক করেন। এ কেন্দ্রের কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন এবং প্রশংসা করেন ও উৎসাহ প্রদান করেন । অতিথিগন সুবিধা বঞ্চিত এতিমশিশু
ও বিধবা মায়েদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন খোজ খবর নেন অনুপ্রেরণা ও পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য শিশু বিকাশ কেন্দ্র,
রাজবাড়ী ২০২০ সাল থেকে শিশু বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে পঞ্চাশ  জন সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার যাবতীয় সহায়তা প্রদান এবং পঞ্চাশ জন গরীব অসহায় বিধবা নারীদের আত্ম কর্মসংস্থানের জন্য সেলাই প্রশিক্ষণ,সেলাই- মেশিন প্রদান,ক্ষুদ্র ব‍্যবসার প্রশিক্ষণ পুঁজি প্রদান,ছাগল পালনে ছাগল প্রদান করে সেবা দিয়ে আসছে।আমন্ত্রিত অতিথি ও শিশু বিকাশ কেন্দ্রের শিশু ও মায়েদের নিয়ে দুপুরের মধ‍্যান্হ ভোজের      মাধ‍্যমে কার্যক্রম শেষ হয়।