
পদ্মার এক বোয়াল ও এক চিতল ৪২ হাজারে বিক্রি
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মার ১৪কেজি ৭শ গ্রাম বোয়াল ও ১২ কেজি ২শ গ্রাম ওজনের একটি চিতল মাছ বিক্রি হয়েছে ৪১ হাজার ৯শ ৪৫ টাকা। মাছ দুটি পাবনা জেলার ঢালারচর এলাকার জেলে মঙ্গল হালদারের জালে ধরা পরে।
সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে মঙ্গল হালদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করে নৌকা নিয়ে পদ্মা নদীর মাঝামাঝি গিয়ে দরদাম করে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছ দুটি কিনে নেন।
শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারীরা সম্রাট শাহজাহান শেখ জানান, ১৪ কেজি ৭শ গ্রাম ওজনের বোয়াল মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি ও ১২ কেজি ২শ গ্রাম ওজনের চিতল মাছটি ১ হাজার ৪০০টাকা কেজি দরে মোট ৪০ হাজার ৬০০ টাকায় ক্রয় করেছি। পরে দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট প্রতি কেজিতে ৫০টাকা লাভে মাছ দুটি মোট ৪১হাজার ৯শ ৪৫টাকায় বিক্রি করে দিয়েছি।