
দৌলতদিয়া যৌনপল্লীর থেকে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী থেকে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি মৃত আবু বক্কর এর মেয়ে মোছা. মিতা বেগম (৪৫)। সে উত্তর দৌলতদিয়া যৌন পল্লীতে বসবাস করে। ওই নারী মাদক কারবারির বিরুদ্ধে পূর্বের ৪টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
এর আগে শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর ভিতর রূপা বাড়ীওয়ালীর ভাড়াটিয়া মোছা. মিতা বেগম (৪৫) এর ভাড়া করা শয়ন কক্ষের মধ্য হতে ৭৫০ গ্রাম গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।