
সঠিক মূল্য দিয়ে জমি ক্রয় করে দলিল মিটিশন হাতে করে
ঘুরে বেড়াচ্ছেন সিরাজুল ইসলাম শেখ সঠিক বিচার পাওয়ার আশায় ঘুরে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে
স্টাফ রিপোর্টার মোঃ হাফিজুর রহমান
এ ঘটনা, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা তালতলা বাজারের জমি ক্রয় করা কেন্দ্র করে।
মিথ্যা অপপ্রচার ব্যবহার করে এবং ক্ষমতার দাপটে আঁধার রাত্রে এসে কে বা কারা মোঃ সিরাজুল ইসলাম শেখের বাজারের ঘর ভেঙে তছনছ করে দিয়ে যায়।
এ সময় সিরাজ জানান ২০১৩ সালে ২০ শতাংশ জমি দিলীপ ডাক্তারের কাছ থেকে আমি কিনেছি
দিলীপ ডাক্তার ২০ শতাংশ জমি ৫ জায়গা থেকে আমার নামে দলিল করে দেয়
এরমধ্যে তালতলা বাজারের একটি জমি
জমি বিষয় জানা যায় দিলীপ ডাক্তারের কাছে
জমি বিক্রি করেন রমেশ
এলাকাবাসী জানান রমেশ কাজটা ঠিক করিনি
দিলীপ ডাক্তারের কাছে জমিটা বিক্রি করে
সেই জমি কিভাবে সোহেলের কাছে বিক্রি করার জন্য যায়
এলাকাবাসী আরো জানান রমেশ দ্বিতীয়বার জমি বিক্রি করতে গেলে জমির তথ্য ফাঁস হয়ে যায় সাধারণ মানুষের মাঝে।