
জেলা প্রতিনিধি।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয় থেকে ৩২৫ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। বৃহস্পতিবার (৮ জুন) রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া এলাকার পতিতালয়ের আলম খাঁর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার(৯ জুন) জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আটককৃতরা হলেন, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুদালপুর গ্রামের সালাম মোল্লার ছেলে মো. লিটন মোল্লা(৩৭) ও গোয়ালন্দ উপজেলার শাহাদাত মেম্বার পাড়ার মৃত মোহাম্মদ খন্দকারের ছেলে শুকর খন্দকার(৩৮)।ডিবি জানায়,পোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া পতিতালয়ের আবুল খাঁর বাড়িতে অভযান চালিয়ে ৩২৫ লিটার চোলাই মদ সহ দুইজনকে আটক করা হয়। এসময় আটককৃতদের ‘দেশীয় তৈরি চোলাই মদ’ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা উক্ত মদের বৈধ কোন কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারে নাই। এছাড়াও জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা এই চোলাই মদ আশেপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।ডিবির ওসি মো. মনিরুজ্জামান জানান,এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।