
রিয়াদ হোসেন রুবেল বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা গ্রামের সাজিদ সরদারের ছেলে, খালিদ সরদারের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে প্রেমিকা লতিফা,
২ জুন শুক্রবার সকাল থেকে এ আনশন চলছে, এ বিষয়ে লতিফা বেগম জানান তাঁর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, সম্পর্ক থাকাকালীন পিতা মাতা আমাকে বিয়ে দিয়েছিলেন মধুখালি উপজেলার আশাপুর গ্রামের,মজিবর রহমানের ছেলে, মসিউর রাহমানের সাথে সেখান থেকে সেই ছেলের সাথে আমকে ঘর সংসার করতে দেয়নি, খালিদ, আমাকে সে তালাক দিতে বলে আমি তার উপর বিশ্বাস করে তালাক দিয়েছি, সে আমাকে আশ্বাস দিয়েছিলো বিয়ে করবে তাই আমি তার বাড়িতে আসছি সে আমাকে বিয়ে না করা পর্যন্ত এখান থেক আমি কোথাও যাবো না
এ বিষয়ে ছেলের সাথে যোগাযোগ করলে চাইলে কোন ভাবে যোগাযোগ করা যায়নি মুঠো ফোন বন্ধ রয়েছে এবং ছেলের পরিবারের কেউ মুখ খলেনি, তবে
এ বিষয়ে মেয়ের বাবা জানান সুন্দর ঘর বর দেখে মেয়ের সুখের কথা বিবেচনা করে বিয়ে দিয়েছিলাম কিন্তু ঘর করতে দিলো না খালিদ সরদার