
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীর একটি রুই মাছ বিক্রি হয়েছে প্রায় ২১ হাজার টাকায়। মাছটির ওজন সাড়ে ৯ কেজি।
শনিবার (২০ মে) ভোর রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া মৎস্য আড়তদার নাটো মোল্লা জানান, দৌলতদিয়া ইউনিয়নের জেলে কৃষ্ণ হালদার মাছটি সকালে বিক্রির জন্য আমার মৎস্য আড়তে নিয়ে আসলে ৫ নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. সোহেল মোল্লা উন্মুক্ত নিলামে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৯৫০ টাকায় মাছটি কিনে নেন।
দৌলতদিয়া ফেরি ঘাটের সুমাইয়া মৎস্য আড়তের মৎস ব্যফসায়ী মো. সোহেল মোল্লা বলেন, উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৯৫০ টাকায় ক্রয় করি। পরে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যাবসায়ীর নিকট ২২০০ টাকা কেজি দরে ২০ হাজার ৯০০ টাকায় বিক্রি করে দেই। মাছটি বিক্রি করে আমার প্রায় ১ হাজার টাকার মতো লাভ হয়েছে।