
রাজবাড়ী-প্রতিনিধি
রাজবাড়ীতে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ, দুই সাংবাদিক সহ আহত ১০, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পুলিশ।
চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গনতন্ত্র পুনরুদ্ধার এবং গায়েবি মামলায় গ্রেফতার নির্যাতনসহ সরকার পদত্যাগের ১০দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহসাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান মাশুক।
২০ মে শনিবার সকাল ১১ টায় রাজবাড়ী জেলা বিএনপি’র কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয় ।

এ সময় বিএনপি মনোনীত রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়ির সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন। নেতাকর্মীরা যখন মিছিল নিয়ে রাজপথে বের হয়।তখন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ একটি মিছিল নিয়ে রাজবাড়ী মহিলা কলেজের সামনে এসে বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখি হয়। এরপর বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের ইট পাটকেল ছোড়াছুড়ি হয়। এ সময় দুই সাংবাদিক সহ আহত ১০, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পুলিশ। বিএনপি নেতাকর্মী অভিযোগ করছেন তাদের অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
অপরদিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা শান্তি সমাবেশ করেছেন।