
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায়
বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ডায়লগ সেশনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে দৌলতদিয়া অবহেলিত নারী ও শিশুদের নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর আয়োজনে আলো প্রোগ্রামের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ ডায়লগ সেশনের আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, দৌলতদিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান চম্পা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, এমএমএস আলো প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার প্রমুখসহ আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাজী, মসজিদের ইমাম, স্কুল শিক্ষক এবং কন্যা শিশুর মায়েরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি মহিলা সমিতি’র নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। সভা শেষে তাৎক্ষণিক গফুর মন্ডল পাড়া এলাকার একটি বাল্য বিয়ের খবর পেয়ে উপস্থিত সকলে সেখানে গিয়ে বিয়েটি বন্ধ করেন।