
মন আকাশে ঝড়
আবুল কালাম আজাদ
@@@@@@@@@@@
দিল আকাশে মেঘ জমেছে
খুব ভারি আর কালো,
ঝড় বাতাসে অশ্রু নয়ন
লাগছে নাতো ভাল।
জমছে মেঘ ছুটছে বেশ
থামছে নাতো আর,
অন্তর ঘরে আঘাত করছে
সব কিছুই চুরমার।
আশার আলো নিভে গেল
দমকা হাওয়ার বলে,
কোন দিন তুই শান্তি পাবি
কোন ভরসার ছলে?
বাধবি বাসা বুকে আশা
আবার নতুন করে,
জীবনকাল যাবে কেটে
বিষাদ বিপদে ঝড়ে।
অন্তর ঘর হবে পর
ভেবে রাখ তুই সবে,
ভাংগা গড়া মেনে নিলে
শান্তি পাবি তবে।