
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনধি
রজবাড়ীর গোয়ালন্দে পদ্মার এক ইলিশ নয় হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (১৯ মে) বেলা সাড়ে ১০টার দিকে দুই কেজি ৫৮০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি করেন দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস আড়তের মাছ ব্যবসায়ী মো.শাজাহান শেখ। এর আগে সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের তিন কিলোমিটার ভাটি অঞ্চলে পদ্মা নদীতে জেলে জাহাঙ্গীর হোসেনের জালে ওই ইলিশ মাছটি ধরা পড়ে।
মাছ বিক্রেতা মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পদ্মার এমন আকারের ইলিশ সচরাচর পাওয়া যায় না। মাঝে মাঝে এধরণের বড় ইলিশ নদীতে ধরা পড়ে। নদীর বড় ইলিশ মাছের প্রচুর চাহিদা থাকায় জেলে জাহাঙ্গীরের কাছ থেকে দুই কেজি ৫৮০ গ্রাম ওজনের ইলিশ মাছটি তিন হাজার ৬০০ টাকা কেজি দরে কিনেছি। পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে নয় হাজার ৮০০ টাকায় ওই ইলিশটি আমি বিক্রি করে দিয়েছি। এতে আমার ৫’শ টাকার মতো লাভ হয়েছে।