
স্টাফ রিপোর্টার

ক্যান্সার সোসাইটি, রজবাড়ী এর দ্বি-বার্ষিক সাধারণত সভা ২০২৩, গতকাল সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিরঅডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও উদ্দীপনা মুলক গনসঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহীম টিটন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর রাজবাড়ী এর উপপরিচালক জনাব রুবাইয়াত ফেরদৌস, এবং সংগঠনের একান্ত কাছের মানুষ এবং উপদেষ্টা সাবেক দায়রা জজ্ জনাব সামসুল হক, সংগঠনের আজীবন সদস্য এবং উপজেলা চেয়ারম্যান জনাব ইমদাদুল হক বিশ্বাস, সভায় সভাপতিত্ব করেন ক্যান্সার সোসাইটি রাজবাড়ী এর সভাপতি দেবাহুতি চক্রবর্তী। সভায় দ্বি-বার্ষিক সাধারন সভার সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সোসাইটির সহ-সম্পাদক মুনিরুলহক মুনির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহশিন উদ্দিন বোতু, ডাঃশুনীল কুমার বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সিদ্দিকুর রহমান। সভায় শোক প্রস্তাব পাঠ করেন সৈয়দ ইকবাল, দাবী নামা উপস্থাপন করেন শাহনেওয়াজ চৌধুরী বক্তব্য রাখেন জেমস হালদার, সাংবাদিক মুসা বিশ্বাস এবং অন্যান্য ব্যাক্তিবর্গ।সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে দেবাহুতি চক্রবর্তী কে সভাপতি ও মুনিরুল হক কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নতুন কমিটি আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়।

ক্যান্সার সোসাইটি রাজবাড়ী এর আগামী দুই বৎসরের জন্য নির্বাচিত ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি হলো,
সভাপতি -দেবাহুতি চক্রবর্তী
সহ-সভাপতি- লাইলী নাহার
সহ-সভাপতি শফিকুল ইসলাম মামুন।
সহ-সভাপতি আবু মুসা বিশ্বাস।
সাধারন সম্পাদক-মুনিরুল হক
সহ-সম্পাদক সৈয়দ ইকবাল
সহ- সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী।
কোষাধ্যক্ষ – বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম স্বপনসদস্য – হালিম বিশ্বাস মহিতুজ্জামান বেলাল, সদস্য জান্নাতুল ফেরদৌসী মায়া সদস্য দূরঝুটি চক্রবর্তী
সদস্য ছায়া চক্রবর্তী।