রাজবাড়ী ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ

রাজবাড়ীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীতে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার(১০ মে) বিকেলে জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামে ও বালিয়াকান্দি উপজেলার নবাববপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন , কালুখালি উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের বাসুদেব সিংয়ের ছেলে কুমোদ সিং (৪৫) ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামের সামাদ জোয়াদ্দারের ছেলে ইমদাদুল জোয়াদ্দার (২৮)। তারা দুজনই কৃষক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৪টার দিকে ইমদাদুল নিজ বাড়ি থেকে তার লিচু বাগান দেখার জন্য বের হন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে দৌঁড় দেন। সেসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে কুমোদ সিং বেলা সাড়ে ৩টার দিকে বাজারে ছিল। হঠাৎ মেঘ-বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যেই বজ্রপাতে তিনি মারা যান।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ইমদাদুলের মৃত্যু হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আমরা বজ্রপাতে সাধারণ মানুষের সচেতনার জন্য কাজ করে যাচ্ছি।

Tag :

রাজবাড়ীতে অগ্নিযুগের বিপ্লবী  কমরেড নেতা আশুভরদ্বাজের ৩২ তম মৃত্যুবার্ষিকী পালিত

রাজবাড়ীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রকাশিত : ০১:৪০:০২ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

রাজবাড়ীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীতে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার(১০ মে) বিকেলে জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামে ও বালিয়াকান্দি উপজেলার নবাববপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন , কালুখালি উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের বাসুদেব সিংয়ের ছেলে কুমোদ সিং (৪৫) ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামের সামাদ জোয়াদ্দারের ছেলে ইমদাদুল জোয়াদ্দার (২৮)। তারা দুজনই কৃষক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৪টার দিকে ইমদাদুল নিজ বাড়ি থেকে তার লিচু বাগান দেখার জন্য বের হন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে দৌঁড় দেন। সেসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে কুমোদ সিং বেলা সাড়ে ৩টার দিকে বাজারে ছিল। হঠাৎ মেঘ-বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যেই বজ্রপাতে তিনি মারা যান।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ইমদাদুলের মৃত্যু হয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আমরা বজ্রপাতে সাধারণ মানুষের সচেতনার জন্য কাজ করে যাচ্ছি।