
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দ্বীপু মনি’র ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরব আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সৌদিআরব ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগ ও আওয়ামী পরিবার ১০ সংগঠনের পক্ষ হত শিক্ষামন্ত্রী ডাঃ দ্বীপু মনি’র সম্মানে এক মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ময়মনসিংহ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু(এমপি), গোপালগঞ্জ আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খান।
ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগ জেদ্দা সৌদি আরবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ওয়াজিউল্লাহ মিয়া, সহ-সভাপতি মোখলেছুর রহমান ফকির, একরামুল হক, মোস্তফা ভূঁইয়া টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইনভেস্টর নাঈম উদ্দিন, আলহাজ্ব বেলায়েত হোসেন, বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর তাতী, শেখ রবিউল ইসলাম রবি, উপদেষ্টা মন্ডলীর সদস্য জাকির হোসেন খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ নিরব মাঝি, আওয়ামী ফাউন্ডেশন যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, কৃষক লীগসহ ১০ সংগঠনের অসংখ্য নেতা কর্মী প্রমুখ।