রাজবাড়ী ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর কৃতি সন্তান রাইফুল হাসান আমেরিকার মাটিতে পেল সেরা শিক্ষার্থী ডিন অ‍্যাওয়ার্ড।

স্টাফ রিপোর্টার

আমেরিকার ইউনিভার্সিটি অফ আলবামা UAB এর Student Excellence Awards এ বাংলাদেশী শিক্ষার্থীদের জয়জয়কার! তার মধ‍্যে রাইফুল হাসান সেরাদের সেরা হিসাবে নির্বাচিত হয়ে বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন।রাইফুলের ঝুলিতে অর্জিত হয় একাধিক পুরুস্কার।পিএইচডি ছাত্র রাইফুল হাসান সেরা গ্রাজুয়েট স্টুডেন্ট হিসাবেও সেরা পুরুস্কৃার প্রাপ্ত হন। পিএইচডি পড়াশোনা, গবেষণা, এবং কমিউনিটি সার্ভিস/এক্সট্রাকারিকুলার লিডারশিপের জন‍্যেও সেরা হিসাবে পুরুস্কৃত হয় সে । পুরো বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার গ্রাজুয়েট শিক্ষার্থীর মধ্য থেকে সেরা শিক্ষার্থীও নির্বাচিত হয়েছে রাইফুল হাসান। সে UAB College of Arts and Sciences এর ১৯টি ডিপার্টমেন্টের মধ্যে সেরা পিএইচডি শিক্ষার্থী হিসাবে ডিন অ্যাওয়ার্ডস২০২৩ অর্জন করেন রাইফুল । ইউনিভার্সিটির বিশাল বলরুমে ভীষণ জাঁকজমকের সাথে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।বাংলাদেশী স্টুডেন্টঅ্যাসোসিয়েশনের ফ্যাকাল্টি অ্যাডভাইজর ছিলেন বুয়েটের স‍্যার ড.রাগীব হাসান। তিনিই এইঅনুষ্ঠানে রাইফুল এর হাতে পুরস্কার তুলে দেন। তার সাফল‍্যের আরও সুখবর হলো অল্প কদিন পরেই রাইফুল পিএইচডি শেষ করে একটি R1 মানের বিশ্ববিদ্যালয়র প্রফেসর হিসাবে যোগ দেয়ার অফার পেয়ে আগামীতে সেখানে যোগদিতে যাচ্ছেন।রাইফুল হাসান রাজবাড়ী জেলা স্কুলের এসএসসি ২০০৪ ব্যাচের ছাত্র।রাজবাড়ী সদর উপজেলার “পদ্মার বাঁধন” ছাত্র কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিল রাউফুল।
রাজবাড়ী শ্রীপুরের এই কৃতি সন্তান রাইফুল হাসান মৃত ইসরাইল মোল্লার বড় ছেলে মোঃ মোকছেদ আলী মোল্লার মেঝ ছেলে, বিশিষ্ঠ ঠিকাদার রাকিবুল হাসান মিঠুর ছোট ভাই। রাজবাড়ী সদর উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক সেক্রেটারি মোঃ খবির উদ্দিন মোল্লা ও শ্রীপুর বাজার কমিটির সেক্রেটারি মোঃ ইমরুল কবীর বাবুর ভাতিজা।

Tag :
About Author Information

রাজবাড়ীর কৃতি সন্তান রাইফুল হাসান আমেরিকার মাটিতে পেল সেরা শিক্ষার্থী ডিন অ‍্যাওয়ার্ড।

প্রকাশিত : ০৭:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

স্টাফ রিপোর্টার

আমেরিকার ইউনিভার্সিটি অফ আলবামা UAB এর Student Excellence Awards এ বাংলাদেশী শিক্ষার্থীদের জয়জয়কার! তার মধ‍্যে রাইফুল হাসান সেরাদের সেরা হিসাবে নির্বাচিত হয়ে বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন।রাইফুলের ঝুলিতে অর্জিত হয় একাধিক পুরুস্কার।পিএইচডি ছাত্র রাইফুল হাসান সেরা গ্রাজুয়েট স্টুডেন্ট হিসাবেও সেরা পুরুস্কৃার প্রাপ্ত হন। পিএইচডি পড়াশোনা, গবেষণা, এবং কমিউনিটি সার্ভিস/এক্সট্রাকারিকুলার লিডারশিপের জন‍্যেও সেরা হিসাবে পুরুস্কৃত হয় সে । পুরো বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার গ্রাজুয়েট শিক্ষার্থীর মধ্য থেকে সেরা শিক্ষার্থীও নির্বাচিত হয়েছে রাইফুল হাসান। সে UAB College of Arts and Sciences এর ১৯টি ডিপার্টমেন্টের মধ্যে সেরা পিএইচডি শিক্ষার্থী হিসাবে ডিন অ্যাওয়ার্ডস২০২৩ অর্জন করেন রাইফুল । ইউনিভার্সিটির বিশাল বলরুমে ভীষণ জাঁকজমকের সাথে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।বাংলাদেশী স্টুডেন্টঅ্যাসোসিয়েশনের ফ্যাকাল্টি অ্যাডভাইজর ছিলেন বুয়েটের স‍্যার ড.রাগীব হাসান। তিনিই এইঅনুষ্ঠানে রাইফুল এর হাতে পুরস্কার তুলে দেন। তার সাফল‍্যের আরও সুখবর হলো অল্প কদিন পরেই রাইফুল পিএইচডি শেষ করে একটি R1 মানের বিশ্ববিদ্যালয়র প্রফেসর হিসাবে যোগ দেয়ার অফার পেয়ে আগামীতে সেখানে যোগদিতে যাচ্ছেন।রাইফুল হাসান রাজবাড়ী জেলা স্কুলের এসএসসি ২০০৪ ব্যাচের ছাত্র।রাজবাড়ী সদর উপজেলার “পদ্মার বাঁধন” ছাত্র কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিল রাউফুল।
রাজবাড়ী শ্রীপুরের এই কৃতি সন্তান রাইফুল হাসান মৃত ইসরাইল মোল্লার বড় ছেলে মোঃ মোকছেদ আলী মোল্লার মেঝ ছেলে, বিশিষ্ঠ ঠিকাদার রাকিবুল হাসান মিঠুর ছোট ভাই। রাজবাড়ী সদর উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক সেক্রেটারি মোঃ খবির উদ্দিন মোল্লা ও শ্রীপুর বাজার কমিটির সেক্রেটারি মোঃ ইমরুল কবীর বাবুর ভাতিজা।